মনোনয়ন কিনলেন আনোয়ার, সিলেটে বাবুলের শোডাউন
প্রকাশিত হয়েছে : ১:৫১:২৮,অপরাহ্ন ০৯ মে ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল দুপুরে আনোয়ারের পক্ষে তার পার্সনাল স্টাফ আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে সিলেটে আনোয়ারসহ ৫ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আনোয়ারুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের কর্মকর্তারা জানিয়েছেন- মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রার্থী নিজে যাননি। তবে- জমা দিতে তিনি নিজে যাবেন। সঙ্গে যাবেন তার নির্বাচনী পরিচালনা কমিটির নেতারা। এদিকে- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সেন্টার কমিটি গঠনের কাজ শুরু করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার কেন্দ্র সংখ্যা হচ্ছে ১৯০টি। আওয়ামী লীগের পক্ষ থেকে সবক’টি সেন্টার কমিটি গঠন করা হচ্ছে। সিনিয়র-জুনিয়র নেতাদের সমন্বয় করে কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
এবং আগামী ১৪ই মে’র মধ্যে পরিচালনা কমিটি বরাবর এই কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন জানিয়েছেন- ‘এবার একটু আগেই আমরা সেন্টার কমিটি গঠনের কাজ শুরু করেছি।
এর কারণ হচ্ছে; পরে আর সেটি যাচাই-বাছাইয়ের সময় মিলে না। তবে- নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সেন্টার কমিটি গঠন করলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেন্টার কমিটি শুধু ভোটের দিন দায়িত্ব পালন করবে তা নয়, কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর পরই তারা কাজ শুরু করবেন। ভোটারের কাছে গিয়ে তারা নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। এবং ভোটের দিন বিকাল পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন।’ এদিকে- আওয়ামী লীগের তরফ থেকে সেন্টার কমিটি গঠনের আগে আরও চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে জগলু চৌধুরীকে আহ্বায়ক করে দপ্তর উপ-কমিটি, আব্দুর রহমান জামিলকে আহ্বায়ক করে প্রচার উপ-কমিটি, ডা. আরমান আহমদ শিপলুকে আহ্বায়ক করে মিডিয়া উপ-কমিটি এবং এডভোকেট মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে লিগ্যাল এইড উপ-কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের সবক’টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করা হয়েছে। পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। এসব অঞ্চলের দায়িত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দায়িত্বশীল হয়ে কাজ করবেন।
এদিকে- গতকাল দুপুরে কয়েকশ’ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সিলেটে শোডাউন দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। দুপুর আড়াইটার সময় লাঙ্গল প্রতীক নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। পরে প্রার্থীকে নিয়ে শোডাউন দেন। এর আগে ওসমানী বিমানবন্দরে নেমে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পার্টি আমাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি যদি নির্বাচিত হই তাহলে সিলেট মহানগরীকে নান্দনিক নগরীতে রূপান্তর করে নগরবাসীর আশা-আকাক্সক্ষা পূরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’ তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
বিমানবন্দর থেকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে নজরুল ইসলাম বাবুলকে তার গোটাটিকরস্থ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান’র উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মো. সুফিয়ান খান, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক সেবুল তালুকদার, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন- জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে আজ-কালের মধ্যে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনা হবে। পরে নেতাকর্মী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে সেটি জমা দেয়া হবে।