কুলাউড়ায় ইউটিউব দেখে ১০ ডাহুক শিকার, অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ৫:১১:০২,অপরাহ্ন ০৮ মে ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আসাবুদ্দিন (১৯) ও ওয়ারিছ আলী (১৭) নামে দুই পাখিশিকারিকে আটক করে বনবিভাগ।
শনিবার উপজেলার কর্মধা ইউনিয়নের ফানাই নদী পাশ থেকে তাদেরকে আটক করে হয়। পরে বনবিভাগের নলডরী বিট কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই তরুণকে জরিমানা করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, শনিবার সকালে কর্মধা ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মো. নূর মিয়ার ছেলে আসাবুদ্দিন ও ওই এলাকার মো. তাহির আলীর ছেলে ওয়ারিছ ডাহুক পাখি শিকারের জন্য ফানাই নদীতে নামেন। এ সময় নদীর একপাশে পোষা ১টি ডাহুক পাখি খাঁচার ভেতর ও ডাহুক পাখির ডাক রেকর্ডকৃত একটি মোবাইল পাশের খাঁচায় রাখে। মোবাইলে ডাক শুনে একে একে ১০টি ডাহুক পাখি ফাঁদে এসে ধরা দেয়।
পরে শিকার করা পাখিগুলো বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় বনবিভাগের নলডরী কার্যালয়ের একটি দল তাদেরকে আটক করে। বনবিভাগ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান নলডরী কার্যালয়ে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং বয়স বিবেচনায় ওয়ারিছ আলীকে জরিমানা না করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মতিনের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেন। পরে শিকার করা ১১টি ডাহুক পাখিকে অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আর পাখি শিকার না করে।