ভয়ের পরিবেশ সৃষ্টির আশঙ্কা আরিফের
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৫০,অপরাহ্ন ০৭ মে ২০২৩
সিলেট বিএনপি’র নেতাকর্মীদের ধরপাকড় নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আশঙ্কা করছেন, সিটি নির্বাচনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে এ ধরপাকড় চালানো হচ্ছে। রাতের আঁধারে সাদা পোশাকে বাহিনীর সদস্যরা বিএনপি’র নেতাকর্মীদের ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। তারা কখনো স্বীকার করছে, কখনো আটকের নামে নাটক করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন, গতকাল শনিবার পর্যন্ত সিলেটে ৫ দিনে তাদের দলের অন্তত ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ঘটনার পর থেকেই সিলেটে ধরপাড়ক চালাচ্ছে। ওইদিন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করে। নগরের চৌহাট্টা এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারী ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনার দিন রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রায় দুই শ’ নেতাকর্মীকে আসামি করে মামলা করে।
ঘটনার সময় চৌহাট্টা এলাকা থেকে পুলিশ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।