আনোয়ারুজ্জামানের বিকল্প আনোয়ারুজ্জামানই
প্রকাশিত হয়েছে : ৯:০৯:০৫,অপরাহ্ন ০৫ মে ২০২৩
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী নির্যাতিত মানুষের হৃদয়ের স্পন্দন জাতির পিতা বঙ্গবন্বু শেখ মুজিবর রহমানের সুযোগ্য উত্তরসুরি উন্নত ও সমৃদ্বশালী স্মার্ট বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৪ মে রাজা চার্লসের অভিষেকে যোগ দেওয়ার লক্ষে বৃটেনে আসছেন তাই বৃটেনে বসবাসরত লাখো বঙ্গালী তাহাকে স্বাগত জানাচ্ছে ।
জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের বংলাদেশ যা আজ সারা বিশ্বে উন্নয়নের মাইল ফলক। বিশ্ব ব্যাঙ্ক , আইএমএফ মাননীয় প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেছে এবং তারা বঙ্গবন্ধুর উন্নত বাংলদেশের কারিগর হিসাবে আবারো গরীব দুখী মানুষের ধন জননেত্রী শেখ হসিনাকে ক্ষমতায় দেখতে চায় । তাই মানুষের শেষ আশা ভরসার স্থল মাননীয় নেত্রী তার বিচক্ষণ নেতৃত্বের কারনে যেখানে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছে যা এক অনন্য দৃষ্টান্ত।
কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে সিলেট উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে। সিলেট আদিকাল থেকে একটি ধনী জেলা যা আসামের অন্তর্গত ছিল ।১৯৪৭ সালে দেশ ভাগের সময় রেফারেন্ডামের মাধ্যমে সিলেট পূর্ববংলার সাথে যুক্ত হয় কিন্তু আমরা দেখি স্বাধীনের পর থেকে সিলেট উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে । আমাদের সিলেট মহানগরের উন্নয়নের চেয়ে কুষ্টিয়া , মেহের পুরের রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন চোখে পড়ার মত। তাই সিলেটের উন্নয়ন কল্পে জননেত্রী সিলেটের মাঠি ও মানুষের নেতা যুক্তরাজ্য আওয়ামী পরিবারের হৃদয়ের স্পন্দন বিশাল সংগঠক ক্যারিশম্যাটিক নেতা তারুণ্যের প্রতীক আনোয়ারোজ্জামান চৌধুরীকে আওয়ামীলীগের প্রতীক নৌকা হাতে তুলে দিয়ে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
আনোয়ারুজ্জামান চৌধুরী
আনোয়ারুজ্জামান চৌধুরী দক্ষ সংগঠক হিসাবে দেশে তথা সিলেটে এবং যুক্তরাজ্যে আওয়ামীলীগের সৎ ও নিষ্টাবান কর্মী , নেতা হিসাবে কাজ করে এক দিক পাল হিসাবে প্রতিষ্টা লাভ করেছেন। তার মনোনয়ন প্রাপ্তিতে সিলেটে এবং যুক্তরাজ্যে এক জাগরন সৃষ্টি হয়েছে যা বিরল। আনোয়ারুজ্জামান বৃটেনে এবং বাংলাদেশে সমান্তরাল ভাবে দক্ষতায় সমৃদ্ধ বহুগুনে গুনান্বিত আপাদমস্তক একজন সৃজনশীল মানুষ পশ্চিমা উন্নয়নের দক্ষতায় রপ্ত এক আলোকিত তারুণ্যে উদ্দীপ্ত সৎ সহজ সরল ব্যাক্তিত্বসম্পন্ন নেতা। আগামী সিলেট সিটি নির্বাচনে যদি জনগনের ভোটে নির্বাচিত হন তাহলে আশাহত সিলেটবাসীর উন্নয়নে এবং স্মার্ট সিটি বি-নির্মানে একটি ইতিহাস স্হাপন করে চির অম্লান হয়ে থাকবেন লাখো যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটবাসী বিশ্বাস করে।
আরিফুল হক চৌধুরী:
বিগত দশ বছর যাবত কিবরিয়া হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসী তারেকের মদদ পুষ্ট আরিফুল হক সিলেট সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালীন তার ছত্রছায়ায় আরিফ দুর্নীতি করে পাহাড়সম অসাধু টাকা বানিয়ে সিলেটের গডফাদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী আরিফ বিগত দশ বছর উন্নয়নের নামে দুর্নীতি করে সিলেটকে একটি আগাছালো অপরিচ্ছন্ন নগরীতে পরিণত করেছেন। তার জন্য তাকে পুরস্কৃত করা উচিত। অপরাধ জগতের গডফাদার আরিফের কারনে নিম্ননানের সিটিতে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী সিলেট। সমৃদ্বশালী সিলেট আজ রাজশাহী ,বরিশাল, চট্রগ্রাম খুলনার দিকে তাকালে সিলেট মনে হয় মধ্যযুগে অবস্হান করছে ।
পাপারাজ ইতিহাসের নিকৃষ্টতম বিশ্বাসঘাতক জিয়ার দুর্নীতিগ্রস্ত বরপুত্র তারেকের প্রেতাত্না আরিফ সিলেটের উন্নয়নের অগ্রযাাত্রায় এক বিরাট বাধা। মৌলবীবাজারের কমলগঞ্জ থেকে এসে টাকা চিঠিয়ে আরিফ সিলেটের মেয়র হয়ে বিগত দশ বছরে অসাধু পন্হায় টাকা বানানোর মেশিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই সময় এসেছে গনদিকৃত বহিরাগত আরিফকে প্রত্যাখান করে গন মানুষের তরুন নেতা শেখ হাসিনার প্রার্থী আনোয়ারোজ্জামান চৌধুরকে সিলেটবাসীর মেয়র হিসাবে নিবার্চন করার। খুনের দাঁয়ে অভিযোগে অভিযুক্ত আরিফ সৃজনশীল তরুন নেতা আনোয়ারোজ্জামানকে নিয়ে যে শিষ্টাচার বহির্ভুত বক্তব্য রেখেছেন তাতে সিলেটবাসী এবং যুক্তরাজ্য প্রবাসীরা আহত হয়েছেন। আনোয়ারুজ্জামান সিলেটের সন্তান সিলেটের মাঠি ও মানুষের সাথে সম্পর্ক ছোট বেলা থেকে সিলেট শহরে বড় হয়েছেন। কিন্তু আরিফ বলেছেন, বহিরাগত কারো দাসত্ব স্বীকার করবেনা সিলেটের জনগন তাহলে কি বিগত দশ বছর বহিরাগত সন্ত্রাসী আরিফের অধীনে সিলেটবাসী জিম্মী ছিল? তাই প্রগতিশীল চিন্তাচেতনার তরুণ উদীয়মান নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে যে রুচিহীন অসংবেদনশীল বক্তব্য রেখেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। তাই আশাকরি সিলেটের জনগন ব্যালটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ । অতএব ইউরোপের আদলে ভবিষ্যৎ স্মার্ট সিটি বি-নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়ভাজন সৃজনশীল অভিজ্ঞতায় সমৃদ্ধ তরুণ নেতা আনোয়ারুজ্জামানকে সিটি মেয়র হিসাবে নির্বাচিত করলে সিলেটবাসীর দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হবে বলে আমরা বিশ্বাস করি । পরিশেষে বলতে চাই আনোয়ারুজ্জামানের বিকল্প আনোয়ারুজ্জামানই
লেখক: মো আনহার মিয়া
সাবেক চেয়াম্যান প্রবাসী বালাগন্জ -ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট
সিনিয়র সহসভাপতি লন্ডন মহানগর আওয়ামীলীগ