‘রাজনীতির ম্যারাডোনা আনোয়ারুজ্জামান’
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:২৪,অপরাহ্ন ০৪ মে ২০২৩
সুরমা নিউজঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন বলেছেন, রাজনীতির ম্যারাডোনা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ছাত্র রাজনীতিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এরপর যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতিতেও তার অবদান উজ্জ্বল। দেশে- বিদেশে তার রাজনৈতিক দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। তিনি নিজের যোগ্যতা দিয়েই আজ এই পর্যায়ে উঠে এসেছেন। তাই তাকে আমি রাজনীতির ম্যারাডোনা বলেই জানি।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হলরুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহমদ হোসেন বলেন, সিলেটের জন্য প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তিনি চান সিলেট সিটি করপোরেশনের মেয়র পদটি পুনরুদ্ধার করতে। আর এ কাজটি করতে চান রাজনীতির ম্যারাডোনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে দিয়ে। আপনারা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করেন। ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদেরর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেনকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।