সিলেট সিটি নির্বাচন: ভোটে লড়ার আগে যে হিসেব নিয়ে ব্যস্ত আরিফ
প্রকাশিত হয়েছে : ৯:১৯:১২,অপরাহ্ন ০৪ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বর্তমান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে ধুম্রজাল কাটছে না। আরিফ সমর্থকরা নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের ধারণা আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে আরিফ অনায়াসে জয়লাভ করবেন।
স্যোশাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে আরিফ সমর্থকরা প্রচারণায়ও রয়েছেন সক্রিয়। এদিকে আরিফুল হক এখনও রহস্য জিইয়ে রেখেছেন। তাঁর নিজ দলের বড় একটি অংশ চায় না তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। দলের হাইকমান্ডের বিভিন্ন বক্তব্যে কর্মীরা অনেকটা দ্বিধাবিভক্ত। আরিফকে ঘিরে থাকা বিএনপির বলয় তাদের নিজস্ব হিসেবে-নিকেশ করছেন। এখানে আছে লাভ ক্ষতির হিসেবও। কোনো কারণে আরিফ যদি নির্বাচন না করেন- তবে তাঁকে ঘিরে গড়ে ওঠা একটি বিশেষ শ্রেণি আর্থিক ও রাজনৈতিক ক্ষতির সম্মুখিন হবে। এই চিন্তা থেকেই তারা চায় আরিফ যেন নির্বাচন করেন।
বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, বর্তমান মেয়র আরিফ হিসেব কষছেন ভবিষ্যৎ রাজনীতির লাভ ক্ষতিরও। কোন কারণে নির্বাচনে হেরে গেলে রাজনীতিতে পিছিয়ে পড়বেন। পাশপাশি দলের পরোক্ষ সমর্থন না পেলে তাঁকে ঘিরে গড়ে ওঠা বলয় চলে যাবে অন্যের দখলে। দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে আরিফুল হক চৌধুরী চাইছেন কর্মী সমর্থকদের শোডাউন দিয়ে দলের হাইকমান্ডের উপর চাপ সৃষ্টি করে পরোক্ষ সমর্থন আদায় করতে।
শামল সিলেট