সিলেটে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক ছাত্রলীগ নেতা কুটু!
প্রকাশিত হয়েছে : ২:০০:২২,অপরাহ্ন ০৪ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটুর পর বুধবার দুপুর পর্যন্ত অন্য কেউ মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
জানা যায়, কুটু ১৯৮৬-৮৭ সালে ছাত্রলীগের ব্যানারে এমসি ইন্টারমিডিয়েট কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস নির্বাচিত হন। পরে ১৯৯১-৯২ সালে একই ছাত্র সংগঠনের ব্যানারে নির্বাচন করে তিনি সিলেট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। আবদুল হানিফ ছাত্রলীগের সিলেট জেলার সাবেক আহ্বায়ক কমিটির সদস্যের পাশাপাশি যুবলীগ সিলেট জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।
টিলাগড় ক্লাবের সাবেক সভাপতি আবদুল হানিফ বর্তমানে টিলাগড় বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী নাজনীন আকতার কণা সিলেট সিটির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে আবদুল হানিফ বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম না; কিন্তু যে পদ্ধতিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিলেট সিটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেটা গ্রহণযোগ্য নয়। দলের অন্য মনোনয়নপ্রত্যাশী কিংবা নেতাদের সঙ্গে কোনো ধরনের আলাপ না করেই প্রবাসী একজন ব্যক্তিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের অনেকেই ক্ষুব্ধ হন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।