মিশিগানে এবার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১৪ জুলাই
প্রকাশিত হয়েছে : ১:৪৭:২৩,অপরাহ্ন ০৪ মে ২০২৩
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে:
যুক্তরাষ্ট্রের মিশিগানে আবারও পর্দা উঠছে ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। দ্বিতীয়বারের মতো এই ফুটবল আসর আগামী ১৪ জুলাই ডেট্রয়েটের জেইন ফিল্ডে ১৪টি দলের অংশগ্রহণে শুরু হবে। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-এর এবারের ফুটবল টুর্নামেন্টি বিগ বাজেটের হবে বলে ইঙ্গিত দিয়েছেন আয়োজকরা।
রোববার সন্ধ্যায় ওয়ারেন সিটির দেশী হলরুমে সংবাদ সম্মেলনে বিগ বাজেটের এমন আসরের বিস্তারিত তুলে ধরেন ক্রীড়া সংগঠক শেখর দেব জয়। মিশিগানে এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, টুর্নামেন্টে এবারই প্রথম মিশিগান ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও কানাডা থেকে কয়েকটি দল অংশ নেবে। ডেট্রয়েট সিটির জেইন পার্ক মাঠে আগামী ১৪জুলাই শুরু হতে যাওয়া ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ১৬জুলাই শেষ হবে। তাছাড়া টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ১মে থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৮জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের আসরে সর্বোচ্চ ১৪টি দল রাখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুমান আহমেদ স্বাগত, পাপ্পু দাস, জুনেদুল সিদ্দিক, আজমল হোসাইন, মুতাকাব্বির হোসাইন, কৃষ দাশ বাবলু, লিটন সূত্রধর, হুমায়ুন মিয়া, মোহাম্মদ জামান। আয়োজকরা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসলে এক ছন্দময় খেলা দেখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।
এছাড়া সংবাদ সম্মেলনে ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মিশিগান টাইগার ইয়ুথ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেলোয়ার আনসার, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংবাদিক নেতৃবৃন্দসহ মিশিগানের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।