মিশিগানে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের ঈদ পুনর্মিলনীতে বর্ণাঢ্য আয়োজন
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৫৪,অপরাহ্ন ০৪ মে ২০২৩
মিশিগান প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটিতে জমকালো আয়োজনে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গেট অব কলম্বাসে রবিবার (৩০এপ্রিল) আয়োজিত এই মিলনমেলা ছিল সর্বস্তরের প্রবাসীদের পর্দাপণে মুখরিত। প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী-আমেরিকানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন।
যুক্তরাষ্ট্র প্রবাসীদের গড়া সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাকের উদ্দিন সাদেকের পরিচালনায় ও মিছবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মামুন উদ্দিন সামছু, জিলাল উদ্দিন, মামুনুর রেজা সাহেল। অনুষ্ঠানে হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান পদে তৃতীয়বারের মতো স্থান করে আবু আহমেদ মুসাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ঈদ মিলনমেলায় বিভিন্ন স্থরের প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির কাউন্সিলম্যান প্রার্থী টুনু ইসলাম, কবির আহমদ, খাজা সাহাব আহমেদ, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান প্রার্থী মুহতাসিন সাদমানসহ অনেকেই। জমকালো এই আনন্দ উৎসবে ছিল ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।