পোনা মাছে সয়লাব ওসমানীনগরের বাজারগুলো
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:১৯,অপরাহ্ন ০৩ মে ২০২৩
বিলাল হোসেন ::
সিলেটের ওসমানীনগরের বিভিন্ন হাওরে চলছে অবাধে পোনা ও মা মাছ নিধন। এতে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
চৈত্রে বৃষ্টির পর হাওর ও জলাশয়ে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পোনা ও ডিমওয়ালা মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। কিন্ত তদারকির অভাবে এসব নিষেধ অমান্য করে হাওরের একশ্রেণির অসাধু জেলে ও সৌখিন মাছ শিকারীরা নির্বিচারে পোনা ও মা মাছ নিধন উৎসবে মেতেছে।
খোঁজ নিয়ে জানা যায়, অসাধু জেলেরা রিং ছাই ও নিষিদ্ধ জাল দিয়ে বোয়াল, শোল, টাকি ও গজারসহ নানা জাতের দেশীয় মাছের পোনা ধরে স্থানীয় হাট-বাজারে অবাধে বিক্রি করছেন। এক্ষেত্রে প্রশাসনের নজরদারির নেই বললেই চলে।
ওসমানীনগরের গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, শেরপুর নতুন বাজার ও বড় হাজীপুর বাজারগুলো ঘুরে দেখা গেছে প্রতিটি বাজারে একাধিক বিক্রেতা দেদারসে বিক্রি করছেন এসব দেশীয় জাতের পোনা মাছ।
নাম প্রকাশ না করার শর্তে এক মাছ বিক্রেতা বলেন, ক্রেতাদের কাছে এসব পোনা মাছের প্রচুর চাহিদা থাকার কারণে আমরা এগুলো বিক্রি করি। স্বাভাবিকের তুলনায় দামটাও একটু বেশি পাওয়া যয়।
স্থানীয় বাসিন্দা নাঈম আহমদ বলেন, যেভাবে পোনামাছ নিধন করা হচ্ছে, এভাবে চলতে থাকলে মাছের দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে বেশিদিন লাগবে না। মাছের স্বাভাবিক প্রজনন রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাই।
পোনা ও মা মাছ নিধন বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।