কুলাউড়ায় ৬ বছরের পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৫৫,অপরাহ্ন ০২ মে ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
কুলাউড়ায় ৩২ লক্ষাধিক টাকার অর্থদন্ড ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আজিজ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১ মে) কুলাউড়ার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখা থেকে মেসার্স সাকিব এন্টারপ্রাইজের নামে মো. আব্দুল আজিজ চৌধুরী ঋণ উত্তোলন করে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেননি। ফলে সাউথইস্ট ব্যাংক তার বিরুদ্ধে ঋণ খেলাপি মামলা দায়ের করে।
মামলায় বিজ্ঞ আদালত ওই আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩২ লাখ ২৪ হাজার ৩৮৫ টাকার দণ্ডে দণ্ডিত করেন। আদালতের রায়ের পর ২০১৭ সাল থেকে আসামি আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এএসআই আরিফুল ইসলাম জানান, আসামিকে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।