মে দিবস উপলক্ষে বাংলাদেশ টি এস্টেট ষ্টাফ এসোসিয়েশনের সভা
প্রকাশিত হয়েছে : ৪:১৮:৫৮,অপরাহ্ন ০২ মে ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যাগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা সোমবার (১ মে) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
টি এম আমিনুর রহমান, আলমগীর চৌধুরী ও সুরঞ্জিত দাস এর সঞ্চালনায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো: জাকারিয়া আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরিক্ষত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান,সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন। আলোচনা সভায় চা বাগানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।