আমেরিকায় শেখ হাসিনার সফর: আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ১:০২:৫৭,অপরাহ্ন ০২ মে ২০২৩
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র থেকে:
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে স্থানীয় সময় সোমবার (১ মে) সকাল ৮টার দিকে এমন ঘটনা ঘটে।
দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কাধাক্কি আর কিল-ঘুষির ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ দুই দলের ১২জন আহত হয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটন ডিসি পুলিশ উভয় দলের ৩জনকে আটক করলেও দলের নেতাদের হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সোমবার সকালে বিশ্ব ব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশের ডাক দেয়।
একই স্থানে যুক্তরাষ্ট্র বিএনপি পাল্টা প্রতিরোধ সমাবেশের ডাক দেয়। সকাল থেকে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। সমাবেশের আগেই উভয় দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে।
এক পর্যায়ে ব্যানার নিয়ে টানাটানি এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার ও আলী গজনবী এবং বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজসহ ১২জন আহত হয়েছেন বলে জানা যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন