মাধবপুরে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পুর্ব ইটাখোলা গ্রামে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত হয়েছে। রোববার (৩০-এপ্রিল) বিকাল ৪ টার সময় এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায় নোয়াপাড়া গ্রামের জাহান মিয়া তার পুত্র রায়হানকে (১২) আজ বিকালে আকস্মিকভাবে লাঠি দিয়ে মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করলে রায়হান গুরুতর আহত হয়। আহত অবস্থায় রায়হানকে প্রতিবেশী ইসন মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ইসন মিয়া রায়হানকে হাসপাতাল থেকে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যেই রায়হান মৃত্যুবরণ করে। রায়হানের মা নোয়াপাড়ার একটি কারখানায় চাকুরী করেন এবং ঘটনার সময় কর্মস্থলে ডিউটিতে ছিলেন।
ইসন মিয়া জানান, রায়হানের পিতা জাহান মিয়ার মানসিক সমস্যা আছে। স্থানীয় লোকজন জাহান মিয়াকে আটক করে রেখেছে।
নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল পুর্ব ইটাখোলায় পিতার লাঠির আঘাতে পুত্র নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, জাহান মিয়াকে আটক করা হয়েছে।