কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩১,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় গোপালনগর রেলক্রসিং এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা থানাকে অবহিত করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পৌর এলাকার গোপালনগর গ্রামের সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।