মিশিগানে TS4U-এর নতুন অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২:১৪:১৯,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে নতুন অফিস উদ্বোধন করেছে আইটি শিক্ষা প্রতিষ্ঠান TS4U (টিএসফোরইউ)। গত রোববার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওয়ারেনের ক্যাডিলাক সদর দফতরের পাশে স্থানান্তর করা হয় বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠান। ফিতা কেটে TS4U-এর নতুন অফিস উদ্বোধন করেন প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা শিবলু আহমেদসহ আগত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা অংশ নেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রাক্তণ এবং বর্তমান শিক্ষাথীরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
যুক্তরাষ্ট্রের আইটি জব মার্কেটে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে TS4U (টিএসফোরইউ)। প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করে চাকরি পাওয়ার পরে অর্থ প্রদান ও শিক্ষার্থীরা সুদ ছাড়াই লোন পাওয়ার সুযোগ থাকায় অনেকেই এখান থেকে নিজেদের গড়ছেন বলে জানা যায়। এছাড়া মিশিগানে বসবাসরত নাগরিকরা সরকারী ভাবে বিনামূল্যে অনুদান পেতে পারেন বলে জানান প্রতিষ্ঠাতা শিবলু আহমেদ।
আইটি এই প্রতিষ্ঠানটির বুটক্যাম্পে এশিয়ান, আরব, আফ্রিকান আমেরিকান, শ্বেতাঙ্গ, ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকানসহ সকল দেশের ছাত্রদের শিক্ষাদান করা হয়। তাছাড়া TS4U-এর চাকরির সাফল্যের হার রয়েছে ৮৫ শতাংশ। TS4U প্রকল্প ভিত্তিক আইটি প্রশিক্ষণ, স্পোকেন-রাইটিং ইংলিশ, ইন্টারভিউ সহায়তা, ব্যাকগ্রাউন্ড চেক এবং অফার লেটার নেগোসিয়েশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে।