কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৬:৫২:১৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে (১২) ধর্ষণের মামলায় পিতাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি কুলাউড়ার একটি ইউনিয়নে।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তার ব্যক্তির স্ত্রী সৌদি আরবে থাকেন। গ্রেপ্তার ব্যক্তি তার দুই মেয়ে ও এক ছেলেক নিয়ে বাড়িতে থাকেন। গত শনিবার (২২ এপ্রিল) ঘরের ভিতর নিজ কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ব্যক্তি। সোমবার কিশোরী ঘর থেকে পালিয়ে নানার বাড়িতে চলে যায়। সেখানে নানীকে ওই বিষয়টি খুলে বলে কিশোরী। ভিকটিমের নানি তাৎক্ষণিক ধর্ষণের ঘটানাটি কুলাউড়া থানা পুলিশকে অবগত করেন এবং ওই পিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পুলিশ সোমবার রাতেই ওই পিতাকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে কিশোরীর নানী বাদি হয়ে থানায় মামলা নং ২৭ দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।