সিলেটে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১:৫২:৩৪,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২৩
সুরমা নিউজঃ
সিলেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্ট এলাকা থেকে মো. হাবিবুর রহমান (২৫)কে আটক করা হয়।
আটককৃত মো. হাবিবুর রহমান সিলেটের জালালাবাদ পূর্বদর্শা এলাকার মো. শামিম আহমদের ছেলে।
সোমবার (২৪ এপ্রিল) এসএমপি সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৩ এপ্রিল) রাত দেড়টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পূর্বদর্শা এলাকার হাবিবুর রহমানের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির ২০ হাজার টাকা জব্দ করে।
এ সময় মো. হাবিবুর রহমানকে আটক করা হয় জানিয়ে তিনি আরও বলেন, আটককৃতের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে।