দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ নেতা কর্মীর বিকল্প নেই: ওসমানীনগরে শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ দলীয় নেতা কর্মীর বিকল্প নেই। বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষকে জানাতে হবে। আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২(ওসমানীনগর বিশ্বনাথ) আসনে নৌকার প্রার্থী আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনকে নৌকা প্রতীক প্রদান করলে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সাধারণ মানুষের গলায় বিজয়ের মালা পড়াতে হবে। তিনি আজ রোববার বিকেলে তাজপুর কদমতলাস্থ ডাক বাংলোয় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, তফজ্জুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, মামুনুর রশিদ খলকু, সাইস্তা মিয়া, মনির আলী, শামীম আহমদ ইসকন্দর আলী, ফারুক মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক সুজন মাহমুদ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও ৮টি ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শফিকুর রহমান চৌধুরী দলীয় নেতা কর্মীদের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করে নেতা কর্মীদের মিষ্টিমুখ করান।