রাজনগরে ঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৪৯,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার রাজনগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে মোটর সাইকেল আরোহী এক যুবক রনি (২৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে দশটায় উপজেলার চৌধুরী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রনি রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, রনি ও তার তিন বন্ধু মোটর সাইকেলযোগে রাজনগর শহরে আসছিল। হঠাৎ কালবৈশাখী ঝড় আসলে রাস্তার পাশের একটি গাছ ভেঙে তাদের মোটর সাইকেল উপরে পড়ে। সেসময় ঘটনাস্থলে রনি মারা যায়। সাথে থাকা দুইজন গুরুতর আহত হয়েছে।