কনফিডেন্স কোচিং সেন্টারের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৫৩,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২৩
সিলেট জেলার ওসমানীনগরে সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল আড়াইটায় ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপনে কনফিডেন্স কোচিং সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী কনফিডেন্স কোচিং সেন্টারের ২৪ জন ছাত্র, ছাত্রী অংশ গ্রহণ করছে। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের দশম শ্রেণির ছাত্র নাবিল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমেদ নাজু । বিশেষ অতিথি কনফিডেন্স কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা অন্না রুহী দাশ।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে এসএসসি পরীক্ষার্থী শামীমা বেগম ও নাবিল আহমেদ।
বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। সু-শিক্ষার মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে হবে। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সাথে কাজ করে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান।
বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। এসময় এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের পরিচালক মোজাক্কির আহমেদ রাজুকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।