ওসমানীনগরে আল আমানা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:০৫:১০,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীনগরে যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার দাতব্য সংগঠন আল আমানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৬শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর, পরাগলপুর, হাবসপুর, খাঠালখার, একানিদা, কালনিরচর, সুনামঞ্জের জামালগঞ্জ উপজেলার লোকজনের বাড়ি বাড়ি এসব ফুড প্যাক পাঠানো হয়। সংগঠন টি প্রতিষ্ঠালগ্ন থেকে খাদ্য সামগ্রী বিতরণ, স্যানিটেশন,হাউজ নির্মাণ, নিরাপদ পানি,মেডিকেল সার্ভিস, লাশ বহনের খাটিয়া ধৌত করার চৌকি,লাশ দাফন কাপন ও এ্যাম্বুলেস সার্ভিস প্রদান করছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার খাদিমপুর নিউ মার্কেট বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এলাকার প্রবীণ মুরব্বী মাস্টার নছির আলীর সভাপতিত্বে ও আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সংগঠন এর যুক্তরাজ্য চ্যাপ্টার’র সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সায়মন,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, এলাকার মুরব্বী মাস্টার আওলাদ আলী, সাবেক ইউপি সদস্য জিতু মিয়া।
বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সাদিক মিয়া, জাহাঙ্গীর আলম, সুহাদ আহমদ, দবির মিয়া, জগলু মিয়া, হোসাইন আহমদ, সুমাদ আহমদ, তোফাজ্জল হোসেন, গোলাপ রব্বানী, আতিকুর রহমান, রেজাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য গোলাম কিবরিয়া, কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।