ওসমানীনগরে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:০২:১১,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে প্রতিবছরের ন্যায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে তাজপুর ডাক বাংলায় ওসমানীনগর ও বালাগঞ্জের দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপহার দাতা শফিকুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দাল মিয়া, হারুন মিয়া, আলাউর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, শামীমা আক্তার ঝিনু, আব্দুস সালাম, জাহেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আবু আলা জুবায়ের আহমেদ শাহীন, জাহেদুল আম্বিয়া কার্জন প্রমুখ।