বিবেকের আদালত জাগ্রত হলে আইনের আদালতে শাস্তি হবে
প্রকাশিত হয়েছে : ১২:৩১:১২,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩
সুমাইয়া ওপারে থেকে হয়তো বলছে বিবেক মনুষ্যত্ব, মানবিক সৃষ্টিভঙ্গি, সুশীল সমাজ, শিক্ষিত জাঁতি, আইনের সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ শিক্ষা ব্যবস্থা সব কিছু ধুকরে কাঁদবে যদি আমার হত্যাকারী ভদ্রলোকের বেশে সমাজে ঘুড়ে বেড়ায়। কথায় আছে অন্যায় অবিচার দেখেও যারা নিরব থাকে তাদের জন্যই মূলত সমাজ ও দেশ ধ্বংসের দিকে অবধারিত হতে থাকে। আজকের শিক্ষার্থী আগামীর দেশের কান্ডারি। শিক্ষাকে বলা হয় পরিবর্তনের হাতিয়ার। নারী শিক্ষায় বাংলাদেশ ইতিমধ্যেই প্রভূত অগ্রগতি অর্জন করেছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের এই জাগরণ শুধু যে বাংলাদেশের আর্থসামাজিক চেহারা পাল্টে দিয়েছে তা নয় বদলে দিয়েছে বিশ্ব অঙ্গনে দীর্ঘদিনের বাংলাদেশের ভাবমূর্তি।
যেহেতু মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েই সুশিক্ষিত হয়ে আলোর ধূতি ছড়াবে, তাই সেখানে নিরাপত্তার প্রশ্নটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। অতীতে এবং সাম্প্রতিক সময়ে নানাভাবে এই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং তা জন-উদ্বেগ সৃষ্টি করেছে। স্কুলছাত্রীদের নিরাপত্তার নিয়ে এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে প্রতিষ্ঠিত বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঐ ইউনিয়নের নুরপুর গ্রামের আইন উল্যার অত্যন্ত মেধাবী ছাত্রী সুমাইয়া বেগমকে দিনদুপুরে হত্যার মধ্য দিয়ে। যে স্কুল ব্যাগ বহন করে থাকে সুশিক্ষার আলো ছডানোর বই সেই স্কুল ব্যাগ ও পায়ের জুতা পড়ে ছিলো একটি খালের পাড়ে। সুমাইয়ার নিথর দেহ পাওয়া যায় নির্জন ঝোপের ভেতর। অত্যন্ত নির্মম রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়ানো এই হত্যাকাণ্ড ঘটেছে গত ২২ মার্চ বুধবার।
সুমাইয়া হত্যাকাণ্ড নিয়ে এলাকায় যতটা আলোচনা ছড়িয়েছে তার চেয়ে বেশি চারিদিকে সমালোচনা চাউর হচ্ছে। দিনদুপুরে স্কুল ছাত্রী হত্যাকাণ্ডের আসামি সনাক্তকরণে সময় যত গড়াচ্ছে আসামিকে শাস্তির আওতায় নিয়ে আসতে দেখা দিয়েছে নানা রকম ধোঁয়াশা। যদিও সুমাইয়া হত্যাকাণ্ডে জড়িতদের আইনি ভাবে বিচারের জন্য সুমাইয়ার বড় ভাই বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ নিশ্চিত করেছেন সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুমাইয়ার গলায় একটি দাগ পাওয়ার প্রমান মিলেছে। প্রাথমিক ময়নাতদন্তে এসব তথ্য জানিয়েছেন রমা প্রসাদ চক্রবর্তী। এর পর থেকে আইনি পদক্ষেপ স্থবির হয়ে পড়েছে। বোয়ালজুর ইউনিয়ন, বালাগঞ্জ উপজেলা সহ আশেপাশের উপজেলাতেও সুমাইয়া হত্যাকাণ্ড নিয়ে চলছে চুলছেঁড়া সমালোচনা ও বিচার প্রক্রিয়া নিয়ে নানান উদ্বেগ ও উৎকণ্ঠা।
সুমাইয়া হত্যাকাণ্ড নিয়ে অসংখ্য অভিভাবকের মনে জন্ম নিয়েছে নিজেদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি। তারা বলছেন এভাবে দিনদুপুরে একটি হত্যাকাণ্ড করে যদি আসামি পাড় পেয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে। তারা জানান আমরা অবিভাবকরা চিন্তিত থাকবো মেয়েদের শিক্ষা প্রতিষ্টানে পাঠাতে। অনেক সাধারণ মানুষ সুমাইয়া হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন দোষীদের কঠিন শাস্তির দাবিতে।
সুমাইয়া হত্যাকাণ্ডের সুষ্ট বিচার নিয়ে আন্দোলন শুধু দেশ নয় ছড়িয়ে পড়েছে প্রবাসেও। এই কলামটির শুরুতে প্রথম লাইনটি লিখার কারণ আছে। সুমাইয়া হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে বালাগঞ্জ এবং ওসমানী নগর উপজেলার মানুষরা আন্দোলনে সরব হয়ে উঠেছেন৷ অন্যায়কে কিছু বিকৃত চরিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলেও বিবেক নামক আদলতে অসংখ্য অগণিত মানুষ নিজেদের মনুষ্যত্ব ও মানবিকতা বিকিয়ে দিতে চান না, সুমাইয়া হত্যাকাণ্ডের জড়িতদের কঠিন বিচার না পেতে। তাই যুক্তরাজ্যে গঠিত হয়েছে “জাস্টিস ফর সুমাইয়া” ক্যাম্পেইন। অন্যায়কে প্রশ্রয় না দিতে বিচারপ্রক্রিয়ায় সুষ্ট তদন্তে প্রকৃত আসামির কঠিন শাস্তি নিশ্চিত করতে জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইনের সকল আন্দোলনকারীদের এক বাক্য শাস্তি। আন্দোলনকারীরা আগামি আগামী ২৫ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬:৫০ মিনিট পূর্ব লন্ডনের ই১ ৫এনপি (E1 5NP) স্থানের মাইক্রো বিজনেস সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিরু। আন্দোলনকারীদের প্রতিক্রিয়া দোষী যতবড় বা প্রভাবশালী হোক না কেন কিংবা যারাই এর পেছনে ষড়যন্ত্রে লিপ্ত কাউকেই সঠিক বিচার প্রক্রিয়া ব্যাহত করতে দেয়া হবে না। আগামী ২৫ এপ্রিলের প্রতিবাদ সভা থেকে কঠোর কর্মসূচি ঘোষনা আসছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।