মৌলভীবাজারে স্বামী-শ্বশুর মিলে গৃহবধূকে নির্যাতন, স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:৪৬,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে গত সোমবার (ইফতারের পূর্ব মুহূর্তে) রোজিনা বেগম (২৫) নামক এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর মিলে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতেই ভিডিও তোলপাড় সৃষ্টি করে। নেটিজেনরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাবুল মিয়া সেই ভিডিও দেখতে পেয়ে রাতে বোনের বাড়ি থেকে পুলিশি সহযোগিতায় বোনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন এবং ৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন। পুলিশ নির্যাতনের অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুস ছালামকে (৩২) গ্রেপ্তার করে। জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের সফিক মিয়ার ছেলে আব্দুছ ছালামের সঙ্গে ৪ বছর আগে নির্যাতনের শিকার গৃহবধূ রোজিনা বেগমের বিয়ে হয়। তাদের ৩ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সোমবার ইফতার তৈরি করা নিয়ে স্বামী আব্দুস ছালাম ও শ্বশুর শফিক মিয়া অমানবিক নির্যাতন চালান গৃহবধূ রোজিনা বেগমের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, শ্বশুর সফিক মিয়া গৃহবধূ রোজিনা বেগমকে মারতে মারতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে ফেলে আসেন। ভিডিওটি ফেসবুকে প্রচার হওয়া মাত্র তোলপাড় শুরু হয়।
লাখ লাখ নেটিজেন ঘটনার নিন্দা এবং জড়িতদের গ্রেপ্তারে সোচ্চার হয়ে উঠেন। মামলার বাদী ও গৃহবধূর ভাই বাবুল মিয়া জানান, বিয়ের পর থেকে এরা তার বোনের ওপর একাধিকবার নির্যাতন চালিয়েছে। ইতিপূর্বে একাধিকবার স্থানীয় লোকজন শালিস করেছেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেব নাথ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।