ওসমানীনগরে অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৫০,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৩
ওসমানীনগরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া আহমদনগর গ্রামে একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, লাশের শরীরে শুধু একটি জিন্সের প্যান্ট ছিল। লাশটি অর্ধগলিত হওয়ায় মুখটিও বিকৃত হয়ে গেছে এবং কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে হত্যার পর লাশটি কেউ ফেলে রেখেছে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় এলাকারবাসীর মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পেয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি এসএম মাইন উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে দুপুর ২টার দিকে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ তাৎক্ষণিক লাশের কোন পরিচয় শনাক্ত করতে পারেনি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্ঠা চলছে। লাশটি ফোলে যাওয়ায় ধারণা করা হচ্ছে দুদিন ধরে পড়ে আছে, মুখও বিকৃত হয়ে গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।