নিউ মার্কেটে আগুন: ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা, তৃতীয় তলার সব দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১:১৪:৪০,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জ্বলছে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট। ভয়াবহ এই আগুনে মার্কেটের তৃতীয় তলার সবগুলো দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনে সহস্রাধিক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি ও র্যাব সদস্যরা। কর্তব্যরত ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ভেতর থেকে ধোঁয়া বের হলেও আগুন আর ছড়াবে না।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর এক এক করে এখন পর্যন্ত ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।