জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১:৫৭:২৯,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার হ্যামট্রামিক সিটির আলাদীন রেস্টুরেন্টে জুড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও মো. ইউসুফ খান দুলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সংস্থার সিনিয়র সহ সভাপতি শরিফ উদ্দিন (শামিম), উপদেষ্টা কমিটির সদস্য নজমুল ইসলাম, মাওলানা মতিন খান, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, প্যানেল মেয়র কামরুল হাসান, উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমদ।
এ সময় মোনাজাত পরিচালনা করেন- নয়াবাজার সিনিয়র মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা ইব্রাহিম আলী। পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।