মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:০১:২৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৩
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফরিদ মিয়া (১৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ফরিদ মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের জিনতপুর এলাকার ফুরুক মিয়ার ছেলে।
সোমাবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ৩ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্তরে এ দূর্ঘটনা ঘটে। এছাড়া হানিফ মিয়া নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আহত আরিফ মিয়া একই এলাকার সিদ্দিক আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ভুইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটগামী কাভার্ড ভ্যান মুক্তিযুদ্ধ চত্তরে এলাকায় মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত দুই পথচারিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী ফরিদ মিয়া ও হানিফ মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়া ও হানিফ মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। কাভার ভ্যানের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও মৃতদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।