শ্রীমঙ্গলে ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারী আটক
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৪২,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব শুরু থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, হত্যা মামলা, সন্ত্রাসী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল সোমবার ১০ এপ্রিল রাত সাড়ে ৩ টায় সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল
ফেনসিডিল উদ্ধার পূর্বক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৪) এবং একই থানার পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২৩)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান- আল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।