যুক্তরাষ্ট্রে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:০৯:১১,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হ্যামট্রামেক সিটির কাবাব হাউজে সোসাইটির ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব রহমান এর পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভা সম্পন্ন হয়। পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উন্মাহ’র সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান আবু মুসা, নাঈম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য জাবেদ চৌধুরী, মোহাম্মদ জামান, কামাল আহমদ। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন ও সাধারন সম্পাদক বসির আহমদ, সহ সভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল রহমান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান, মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমদ ও সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিস, সহ সভাপতি মতিউর রহমান শিমু, দক্ষিণ সুরমা সমিতির সভাপতি ফিরুজ আলী, সিবিএ নেতা সালেহ আহমদ, বিশ্বনাথ সমিতির সভাপতি ময়নুল হক, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সাধারণ সম্পাদক সুমন কবির, শাহাদত হোসেন মিন্টুসহ কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ।