আইপিএল ছাড়ার যে ব্যাখ্যা দিলেন সাকিব
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ
আইপিএলের এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত সাকিব আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন।
অনেকেই ধরে নিয়েছিলেন, বিসিবি শুরুতে ছাড়পত্র দেয়নি, তাই অভিমান করেই আইপিএল ছেড়ে দিয়েছেন সাকিব। এমনকি আইপিএলে যেতে পারেননি বলে সাকিব মন খারাপ করে রেখেছেন, তাই আইরিশদের বিপক্ষে টেস্টে ঠিকভাবে বোলিং করেননি; অনেকের ধারণা ছিল তেমন।
সত্যিটা কী আসলে? আইপিএলে যেতে না পারাতেই কি সাকিবের মন খারাপ? কেন হঠাৎ নিজের নাম প্রত্যাহার করে নিলেন? আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্নের মুখে পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আইপিএলে না যেতে পারায় মন খারাপ কি- না? এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল যেহেতু বিশ্বকাপের বছর। কিন্তু যেহেতু ফ্যামেলি ইমার্জেন্সি তো ফ্যামেলি ইমার্জেন্সি।’
এ বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে। তাই সাকিব আইপিএলে যেতে চেয়েছিলেন বটে। তবে সাকিবের কথা শুনে বোঝা গেলো, জাতীয় দলের খেলার জন্য ছাড়পত্র না দেওয়ায় অভিমান করে সরে দাঁড়াননি, বরং পারিবারিক সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পরের ম্যাচগুলোতে মোহামেডানের হযে খেলার কথা ছিল সাকিবের। তবে সেখানেও খেলবেন কি না সেটা পরিষ্কার করে বললেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ডিপিএলে খেলবেন কি না? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সময়ই বলে দেবে।’