যুক্তরাষ্ট্রে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন’র ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৩০,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার হ্যামট্রাম্যাক শহরের গেইট অব কলম্বাসে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।
এ ইফতার মাহফিলে মিশিগান রাজ্যের কংগ্রেসম্যান, সেনেটর, মেয়র, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক বাংলাদেশি ও আমেরিকানদের সমাগম ঘটে। মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধসহ সকল ধর্মের উপস্থিতিতে ইফতার যেন হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শুভেচ্ছা বক্তব্যে ইফতার মাহফিলে অংশ নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান দক্ষিণ সুরমার সন্তান হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী।
অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি খালেদ রাহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেসম্যান শ্রী তিনেধার, ইউএস সেনেটর রিপ্রেজেনটেটিভ ক্যাভিন হার্ট, হ্যামট্রাম্যাক সিটি মেয়র আমির গালিব, ওয়েন কাউন্টি কমিশনার মারথ জি স্কোট, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, নাঈম চৌধুরী, সিটি ম্যানেজার ম্যাক্স গাবরিয়ানো, পুলিশ চিফ অ্যান মইসি, ডাইরেক্টর অব মিশিগান ভেটারিয়ন অ্যাফেয়ারস অ্যাডাম হ্যালিয়ার, হ্যামট্রামিক সিটির ফায়ার চীফ ম্যাথিউস।
এরকম প্রাণবন্ত একটি ইফতার মাহফিলের আয়োজন করায় আগত অতিথিরা দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।