কাপড়ে মোড়ানো টাকার ব্যাগ খুঁজছেন সাগর-আলী
প্রকাশিত হয়েছে : ৭:২২:৪৩,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর বঙ্গবাজার রাস্তার পাশেই দুই ভাইয়ের কাপড়ের দোকান। ঈদ উপলক্ষে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য দোকানে তুলেছিলেন তারা। যার অধিকাংশই কেনা ঋণ করে। রোববারও এনেছেন প্রায় লাখ খানেক টাকার কাপড়। আজ দুপুরে পরিশোধ করার কথা ছিল ৬০ হাজার টাকা। ক্যাশ বাক্সের ভিতর কাপড়ে পেঁচিয়ে রেখেছিলেন তিনি।
দুই ভাইয়ের নাম সাগর ও মো. আলী। সাগর বলেন, আমার সবকিছু চোখের সামনে শেষ হয়ে গেলো। এতো চেষ্টা করলাম কাছেও যাইতে পারলাম না। এখন আগুন নেভার পর টাকার ব্যাগটা খুঁজতেছি। তাও পাই না।
তিনি বলেন, আমরা দুই ভাই পাঁচ লাখ টাকার কাপড় তুলছি।
তিন লাখ, সাড়ে তিন লাখ টাকার মতো ধারে। আর মানুষের কাছে টাকা পাই এক লাখ টাকার মতো। সেই খাতাটাও পাচ্ছি না। ঈদের মওসুমে পথে বসে গেলাম। কিছুই থাকলো না।
দীর্ঘ সাতবছর কাতারে ছিলেন মো. আলী। তিনি বলেন, আমার বাইরে থেকে আনা সব কিছু নিয়েই এই দোকান। কিছুই থাকলো না। পথে বসে গেলাম।