চোখের সামনে পুড়েছে ১৫ লাখ টাকা ঋণে দেড় মাস আগে গড়া জাকিরের দোকান
প্রকাশিত হয়েছে : ২:০৪:৪৩,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
হতভম্ব জাকির মোল্লা। তাকিয়ে আছেন আগুনের দিকে। হঠাৎ হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। ভয়ঙ্কর আগুনে দোকান পুড়েছে তার। স্বপ্ন হয়েছে ছাই। দেড় মাস হয়েছে মহানগর কমপ্লেক্সের নিচ তলায় দোকান দিয়েছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছেন ১৫ লাখ টাকা। সবটুকুই বিনিয়োগ করেছেন দোকানে।
জাকির বলেন, আগুনের খবর পেয়ে সাড়ে ৬টায় আসছি। এসে দেখি সব জ্বলছে। জীবনের মায়ার ভয়ে আর দোকানে ঢুকার সাহস পাই নাই।
শেষে একটু ঢুকতে পারছিলাম। কিন্তু মালামাল বের করতে পারি নাই।
১৪ বছর সৌদি আরবে ছিলেন জাকির। সেখান থেকে এসে দেশেই ব্যবসা করতে চেয়েছিলেন। তাই মহানগর কমপ্লেক্সে নিচতলায় দোকান দিয়েছিলেন। তার দোকানের নাম জেরিন জারিফা। মেয়েদের কাপড় বিক্রি করতেন। তিনি বলেন, এখন আমি পুরা নিঃস্ব। ১৫ লাখ টাকা ঋণ নিয়েছি। পুরোটাই বিনিয়োগ করছি। পাঁচ ভাই থেকে নিছি ৫ লাখ টাকা। অনেক আশাভরসা নিয়া ব্যবসা করতে নামছিলাম। আজ সব শেষ আমার।