ওসমানীনগরে গরুসহ চোর আটক
প্রকাশিত হয়েছে : ৩:১৬:২৯,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২৩
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রাম থেকে চুরি করা গরুসহ খালিছ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।
রবিবার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত সফিক উল্লাহর ছেলে।
জানা যায়, গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের রিনা রানী চক্রবর্তীর ১ টি গরু গত শনিবার মাঠ থেকে চুরি হয়ে যায়। পরদিন গরুচুর খালিছ মিয়া বাজারে বিক্রির জন্য যাওয়ার পথে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের লোকজন তার সন্দেহজনক আচরণ দেখে গরুসহ তাকে আটক করে ।পরে খবর পেয়ে গরুর মালিক রিনা রানী চক্রবর্তী সেখানে গিয়ে তার গরু দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে গরুসহ চুরকে আটক করে।
এ ব্যপারে গরুর মালিক রিনা রানী চক্রবর্তী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওসমানীনগর থানা তদন্তকারী কর্মকর্তা এসআই. কমলাকান্ত মালাকার বিষয়টি নিশ্চিত করেছেন।