লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৯:১৪:১৩,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৩
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ সোমবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জাকির হোসেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট এম এ করিম, সহপ্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার আহবাব হোসেন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম নাজিম, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়া,সৈয়দ এহসানুল হক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, প্রজন্ম’৭১ এর আহবায়ক মোঃ বাবুল হোসেন, লন্ডন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, আবাব মিয়া প্রাক্তন ওসি, আংগুর আলী, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমজ্জামান, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, কবি আব্দুল হান্নান, আব্দুর রহিম শামীম, আমিনুল হক জিলু, জুবেদুর রশীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বাংলাদেশর সাথে জড়িয়ে আছে একটি অভিছেদ্য নাম তা’হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ব্যতিত বাংলাদেশের ইতিহাস যেমন রচনা করা যায় না ঠিকই,তেমনি বাস্তব সত্য হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম নাহলে তার নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ নামে একখানা ভূখন্ডের অভ্যুদয় হত না।