ওসমানীনগরে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ইফতার মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৫৮,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৩
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ)’র ইফতার মাহফিল ও পরিষদের সংস্কৃতি-বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমদ এবং বানীগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগমের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারস্থ চাইল্ড ফেয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রাশেদ আলীর সঞ্চালনায় এবং পরিষদ সভাপতি কবি জালাল আহমদ খালিছদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক কবি ও সাহিত্যিক শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক- গবেষক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, কবি আমিনুল ইসলাম উস্তার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, কবি ও গীতিকার মো. ফারুক ইসলাম, ছড়াকার আমিনুল ইসলাম সফর, গোয়ালাবাজার আদর্শ গণ-পাঠাগারের সভাপতি নির্মল চন্দ্রধর রুনু, ওসমানীনগর উপজেলা হিসাব রক্ষণ অডিট কর্মকর্তা অণুগল্পকার তুহিন মাকসুদ, যুক্তরাজ্যপ্রবাসী কবি সেলিম আহমেদ নান্নু, সংস্কৃতিকর্মী সীমা কর, কবি বিলাল হোসেন, কবি আরজু মিয়া, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন কাজী আব্দুল মোমিন, সাংবাদিক এস এম সুহেল, কবি বশির মিয়া, ছড়াকার মুসফেকুর রাজা চৌধুরী টুকন, আটগাঁও মোহাম্মদীয়া পাঠাগার সভাপতি আব্দুল জলিল, শিক্ষক ফয়জুল ইসলাম, কবি ও শিক্ষক আতিকুর রহমান গোলাপ, মালেক সৈকত, শিক্ষক মো. ফেরদৌস আলম, নাজমুল ইসলাম, সুজিত গুণ, আমির হামজা, হাসান রাশেদ হোসাইন, স্বপ্নদীপ আনিস, রাফিদুল ইসলাম পলাশ, ফরহাদ আহমদ জায়গিরদার, শিক্ষক রুবেল আহমেদ, শামসুল ইসলাম শামছির, জাবের হাসান, রাহুল আহমদ, জাহেদুল ইসলাম, মাহমুদুল হাসান, আব্দাল সাজন, এমরান আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. এহিয়া।