টি-টোয়েন্টি উইকেট শিকারে বিশ্ব সেরা সাকিব
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উঠে গেছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৪ ম্যাচে ১১২ ইনিংসে সর্বোচ্চ ১৩৬ উইকেট শিকারের নজির গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। তিনি ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট শিকার করে বর্তমানে দ্বিতীয় পজিশনে আছেন।
তবে মাত্র ৮০ ম্যাচে ৮০ ইনিংসে ১২৯ উইকেট শিকার করে তৃতীয় পজিশনে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
৮৩ ম্যাচে ৮১ ইনিংসে ১০০ উইকেট শিকার করে সপ্তম পজিশনে আছেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।