রাজনগরে অপরিকল্পিত কালভার্ট ভেঙে নতুন সেতুর দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:২৯,অপরাহ্ন ২০ মার্চ ২০২৩
হাওর কাউয়াদীঘির পূর্ব পাশ দিয়ে অবস্থিত রাজনগর-বালাগঞ্জ সড়কের ভুরভুরি ছড়ায় অপরিকল্পিত ভাবে নির্মিত বক্স কালভার্ট অপসারণ করে নতুন করে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর শাখা।
সোমবার (২০ মার্চ)দুপুরে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার আয়োজনে রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের ভুরভুরি ছড়ার নতুন কালভার্টের উপরে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখার আহবায়ক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা সদস্য গউছুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আহমদ বিলাল, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, জেলা সদস্য মুজাহিদ আহমদ, বিশ্বজিৎ নন্দী, প্রমুখ।
বক্তারা বলেন, সরকার যেখানে হাওর-বাঁওড়, নদীনালা ও খালবিলের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ঘোষণা দিয়েছেন, সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্মিত ভুরভুরি ছড়ায় অপরিকল্পিত বক্সকালভার্ট আজ হাওর পাড়ের মানুষের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
হাওরাঞ্চলের মানুষের জীবন-যাত্রাকে সম্পুর্ণ আগ্রহ্য করে অতি নিচুতে কালভার্টি নির্মাণের কারণে হাওরাঞ্চলের কৃষক ও জেলেসহ সাধারণ মানুষ আজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, বর্ষাকালে কালভার্টের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে না। যার ফলে হাওর থেকে গরু -মহিষের খাদ্য এবং বোরো মৌসুমে উৎপাদিত ফসল সংগ্রহ ব্যহত হচ্ছে।
অন্যদিকে কালভার্টির কারণে ছড়া দিয়ে উজানের পানি হাওরে প্রবাহিত হতেও বাঁধা সৃষ্টি করছে। এতে একটু বৃষ্টিপাত হলেই হাওরের উজানের আমন ধান পানিতে তলিয়ে যায়। তাই হাওর পাড়ের মানুষের স্বাভাবিক জীবন-যাপন সচল এবং ফসল রক্ষায় অপরিকল্পিত বক্সকালভার্টি অপসারণ করে পূর্বের সেতুর ন্যায় নতুন সেতু নির্মাণ করতে হবে।
এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আমরা এখন মানববন্ধন করে কালভার্ট অপসারণের দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে হাওর পাড়ের কৃষক- জেলেসহ সাধারন মানুষকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।
মানববন্ধন শেষে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে বক্সকালভার্ট অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।