রাজনীতিতে ফিরলেন ইলিয়াস আলী!
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:১৩,অপরাহ্ন ২০ মার্চ ২০২৩
সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। তাকে জেলা বিএনপির কমিটিতে প্রথম সদস্য রাখা হয়েছে। রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা বিএনপির ১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
এ কমিটিতে দুই নম্বার সদস্য রাখা হয়েছে এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিষ্টার আবরার ইলিয়াসকে রাখা হয়েছে ১১ নম্বার সদস্য। এছাড়া ৪ নম্বার সহ সভাপতি পদ পেয়েছেন ইলিয়াস আলীর ভাই আছকির আলী।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানীতে নিজ বাসার সামনে থেকে ঘুম হন তার গাড়িচালক আনসারসহ বিএনপির তখনকার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।দীর্ঘ ১১ বছরেও তাঁর সন্ধান মেলেনি।ইলিয়াস আলী জীবিত না মৃত-তাও নিশ্চিত হতে পারেননি তাঁর স্ত্রী-সন্তানসহ বিএনপি নেতাকর্মীরাও।
যদিও ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার দারি, ‘সরকার ইলিয়াস আলীকে গুম করেছে।’
এছাড়াও ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধভাবে আটকে রেখেছে’ দাবি করে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ২০১২ সালের ১৯ এপ্রিল হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
শ্যামল সিলেট