লন্ডনে ফ্লাটে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন মেয়র লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:০২,অপরাহ্ন ১৯ মার্চ ২০২৩
ইস্ট লন্ডনের শ্যাডওয়েল এলাকার একটি ফ্লাটে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন দগ্ধ একজনের মৃত্যুর ঘটনাটি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতে তিনি এই মন্তব্য করেছেন। একই সাথে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া যারা অবৈধভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন তাদেরও সতর্ক করেছেন।
মেয়র লুৎফুর রহমান বলেন, শ্যাডওয়েলে ফ্লাটে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। মিজানুর রহমান নামে যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসীব করুন এবং তার পরিবারকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন। মেয়র বলেন, আমি কখনও ভাবতেও পারিনি যে এত মানুষ একটি বাসার মধ্যে থাকতে পারেন। দুটি রুমে ১৬-১৭ জন মানুষ থাকতেন। এটা সত্যি অপ্রত্যাশিত। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কাউন্সিল সতর্ক থাকবে। তিনি বাড়িওয়ালাদের সতর্ক করে বলেন, আপনারা কাউকে ঘর ভাড়া দিলে আইন মেনে দেবেন। অবৈধভাবে কাউকে ঘর ভাড়া দেবেন না। যদি কারো জানা থাকে যে কোনো বাসায় অবৈধভাবে কেউ থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেব।