লাখাইয়ে পিতার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:৪৬,অপরাহ্ন ১৮ মার্চ ২০২৩
হবিগঞ্জের লাখাইয়ে টাকার জন্য পিতার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আনোয়ার হোসেন (২০) নামে এক যুবক।
সে উপজেলার বামৈ ইউনিয়নের পশ্চিম গ্রামের বাসিন্দা কদর আলীর ছেলে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে মৃতের বাড়ির পূর্বপাশের আমগাছে ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , মৃত আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে তার বাবার নিকট ৫০০ টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় পিতার সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে আমগাছের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে । পরে খবর পেয়ে শুক্রবার সকালে উৎসুক জনতার সম্মুখে আমগাছ থেকে ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুনু মিয়া জানান, প্রাথমিক তদন্তে আনোয়ার আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।