ওসমানীনগরে ইর্শ্বাদ আলী নূরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার পাঞ্জাবী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:৪৫:৪০,অপরাহ্ন ১৮ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটেরে ওসমানীনগরের উসমান পুর ইউনিয়নে অবস্থিত ইর্শ্বাদ আলী নূরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠানে সভাপতি ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আতাউর রহমান, মাদ্রাসা শিক্ষক হাফিজ আনছার হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, হযরত মাওলানা আব্দুল মোছাব্বির (রাঙাপুরী)।
বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ মুতলিব মিয়া, মোহাম্মদ লুৎফুর রহমান, রহমত খান, ডাক্তার এম এ আব্দুর রহিম, এলখাছুর রহমান, মিলন মিয়া, কবুলপুর- আব্দুল্লাহপুর জামে মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ মুস্তাফা, মিজান আহমদ, হাফিজ শিপন আহমদ, হাফিজ রাসেল আহমদ, হাফিজ কামরুল আহমদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে- ফুটিয়ে তুলেন উক্ত মাদ্রাসার কার্যক্রম। মাদ্রাসা শুরু থেকে এই প্রতিষ্ঠানে হাফেজদের পড়ার আগ্রহের কথা। এবং নানা সুযোগ সুবিধা অতীতের মতো আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তাছাড়া সভাপতি উনার বক্তব্য মাদ্রাসা ছাত্রদের, উপস্থিতি ও পড়াশোনার ক্ষেত্রে নানা রকম উপহারের কথা ফুটিয়ে তুলেন বক্তব্যে। সর্বদা এই মাদ্রাসার শিক্ষার হার বৃদ্ধিতে তিনি সর্বোচ্চ টুকু করার আশ্বাসও দেন
১০১২ সালে মাদ্রাসা শুরু হয় মোহাম্মদ আতাউর রহমানের পিতামাতার ইসালে সাওয়াব উদ্দেশ্যে।