মাধবপুরে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার: গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব রায়, এসআই শুভ দে, এএসআই জাহাঙ্গীর সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়া এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর পাশ থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ হাবিবুর রহমান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ঢাকা গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে।
ওই সময় পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ট্যাং ১৩২০ প্যাকেট, মেহেদী ২৮৮০ পিস, বেটনোভেট-এন ক্রিম ৪৮০ পিস, এই পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫,০১,৬০০/- পাঁচ লক্ষ্য এক হাজার ছয়শত টাকার মালামাল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।