মৌলভীবাজারে যুবলীগ- বিএনপি’র ধাওয়া পালটা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ৭:৩০:০৩,অপরাহ্ন ১১ মার্চ ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বিএনপির ও যুবলীগ ছাত্রলীগ ধাওয়া পালটা ধাওয়া উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১১ই মার্চ) দুপুরে শহরের শহীদ মিনার এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
দুপুর ১টায় বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
সংঘর্ষে আহতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক এমপি এম নাসের রহমান,ছাত্রদদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ উভয় পক্ষের ৩০জন আহত হন তাৎক্ষণিক অন্য আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তারা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা পিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন দুপুরে শহীদ মিনার থেকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ১৫ জন আহত হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন শহীদ মিনার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তির মিছিল চলছিল এ সময় কে বা কারা মিছিলের মধ্যে ঢিল মারে এরপরই এ সংঘর্ষের সৃষ্টি হয়।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু নাছের রিকাবদার বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এ সংঘর্ষ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি তবে ভিডিও ফুটেজ দেখে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। সংঘর্ষ চলাকালে ১টি গাড়ী ভাংচুর করা করা হয়।