সুনামগঞ্জে যুবকের হাতে মামাতো ভাই খুন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
মৃত ব্যক্তি হলেন, বাংলাবাজার ইউনিয়নের উস্থিঙ্গেরগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র আব্দুল খালেক (৩৬)। আহত ৩ জন হলেন, ময়না মিয়ার পুত্র আব্দুল হক (২৫), মুসলিম উদ্দিনের পুত্র আহমদ আলী (৫৫), আমির আলীর পুত্র সুহাগ (২১)।
এদিকে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২৪), জুয়েল মিয়া (২২), নাজির উদ্দিনের পুত্র রানা আহমেদ (২২) জলাল মিয়ার পুত্র আলী হোসেন (২৫) কে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিরোধপূর্ণ ২ শতক জায়গা নিয়ে সুমন মিয়া ও আব্দুল খালেকের পরিবারের লোকজন মীমাংসার স্বার্থে উভয়ের মধ্যে স্থানীয়ভাবে বৈঠকে বসেন। একপর্যায়ে সুমন মিয়া তাদের রায়ে অসন্তোষ প্রকাশ করে চলে যায়। এর কিছুসময় পরে রাত সাড়ে ১১ টার দিকে আব্দুল খালেক দরজার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিল। এসময় সুমন তার লোকজন নিয়ে খালেকের উপর হামলা করে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের হামলায় বাড়িতে থাকা আরও তিনজনকে রক্তাক্ত জখম হন।
পরে খালেককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানান, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুমন আহমেদের লোকজন প্রথমে আব্দুল খালেককে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিক্যালে মারা যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করি। ঘটনার আরও তিনজন আহত হয়েছে।’