শুভ জন্মদিন সারওয়ার চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৫৫,অপরাহ্ন ১০ মার্চ ২০২৩
সুরমানিউজ ডেস্ক:
আজ ১০ মার্চ, দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টুয়েন্টিফোর ডট কমের চেয়ারম্যান এর ৪৮তম জন্মদিন। শুভ জন্মদিন সারওয়ার চৌধুরী।
সুরমানিউজ টুয়েন্টিফোর ডট কম পরিবারের পক্ষ থেকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।
সারওয়ার চৌধুরী ১৯৭৫ সালের এই দিনে সিলেট জেলার ওসমানীনগর (অভিভক্ত বালাগঞ্জ) উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মাওলানা আলতাফুর রহমান চৌধুরী ও মাতা মরহুমা সৈয়দা সামছুন নেছা চৌধুরী।
সারওয়ার চৌধুরী সিলেট এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং এম.এ সম্পন্ন করেন। তিনি একাধারে শিক্ষক, লেখক ও নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এ স্কুল সেফটি অফিসার হিসেবে কর্মরত।
সারওয়ার চৌধুরীর জন্মদিন উপলক্ষে সুরমানিউজ টুয়েন্টিফোর ডট কম সম্পাদক জুবায়ের আহমদ ও প্রকাশক সাহেল আহমেদ ভিন্ন ভিন্ন শুভেচ্ছা বার্তায় ওনার সর্বাঙ্গীন কল্যাণ ও দীর্ঘায়ূ কামনা করেন।