নবীগঞ্জে আসর থেকে সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২), গন্ধা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৫) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৫)।
বৃহষ্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।
হবিগঞ্জ ডিবির ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে জুয়ার আসর বসে। গোপন সূত্রে খবর পেয়ে আসর থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ এ চার জনকে আটক করা হয়েছে। জুয়ার আসর থেকে আরও কয়েকজন পালিয়েছে। মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হবে।