মাহমুদ উস সামাদ চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী শনিবার, বিভিন্ন কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ৬:৪৫:২৬,অপরাহ্ন ১০ মার্চ ২০২৩
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী ২য় মৃত্যু বার্ষিকী ১১ মার্চ শনিবার।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ (১০ মার্চ) শুক্রবার খতমে কুরআন, ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলওয়ার হোসেন জামে মসজিদ, নুরপুর জামে মসজিদ ও হাটুভাঙ্গা জামে মসজিদ বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১১ মার্চ শনিবার বাদ আছর মাহমুদ উস সামাদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৭ মার্চ শুক্রবার বাদ জুম্মা পরিবারের পক্ষ থেকে দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছোট ভাই লন্ডনস্থ চ্যানেল এস.এ’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি মসজিদে মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করার আহবান জানিয়েছেন।